চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গাঁজা ও ফেনসিডিলসহ মো. সুমন (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে মিরসরাই সদর এলাকায় এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমনের বাড়ি জোরারগঞ্জ থানার পূর্ব দূর্গাপুর এলাকায়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি গাড়ি জব্দ করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ-উল-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই বাজার এলাকায় গাড়ি তল্লাশি করা হয়। এসময় একটি প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে গাড়ি থামিয়ে দুইজন পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া দিয়ে সুমনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, পরে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা ও অটোরিকশা থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি দুইটি জব্দ করা হয়। পরবর্তীতে সুমনকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে। অটোরিকশা চালককে গ্রেফতারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ