চট্টগ্রামের খুলশী থানা এলাকায় একটি গরুর খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোর সাড়ে ৫টায় খুলশী থানার শহীদ লেন এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে ওই খামারে থাকা দুইটি গরু পুড়ে মারা গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশনের ডিউটি অফিসার সাইফুল ইসলাম জানান, শহীদ লেন এলাকার সৃজনী মাঠের পাশে ভোর সাড়ে ৫টায় একটি খামারে আগুন লাগে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুটি গরু মারা গেছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
খুলশী থানার ওসি মজিবুর রহমান বলেন, বিষয়টি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম