চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফত নগর ইউনিয়নের জামশেদ চৌধুরী বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ সুমন (৩৭) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মোটর দিয়ে পুকুরে পানি সেচ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত সুমন জাফতনগর ইউনিয়নের জামশেদ চৌধুরী বাড়ির হাজী আলমগীরের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবককে স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ