রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রধান সমস্যা জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা

নিজামুল হক বিপুল

প্রধান সমস্যা জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা

রাজধানীর অভিজাত লালমাটিয়া, ইকবাল রোড, আসাদ গেট, শ্যামলী, বাবর রোড, হুমায়ুন রোডসহ আশপাশের এলাকা নিয়ে গঠিত ৩২ নম্বর ওয়ার্ড। এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত। এ ওয়ার্ডের প্রথম এবং প্রধান সমস্যা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। মাদক ব্যবসা, চুরি, ছিনতাইসহ যত অপরাধ সবই ঘটে এ ক্যাম্পকে কেন্দ্র করে। অভিযোগ আছে, পুলিশ ও চিহ্নিত কিছু গোষ্ঠী জেনেভা ক্যাম্প থেকে আর্থিক সুবিধা নিয়ে সব ধরনের অপরাধ করার সুযোগ দেয়।

এ ওয়ার্ডে লোক প্রায় দুই লাখ। ঘনবসতিপূর্ণ ওয়ার্ডটি ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ওয়ার্ডের রাস্তাঘাট কিছু দিন পরপরই বিভিন্ন সেবা সংস্থা তাদের প্রয়োজনে কেটে একাকার করে দেয়। এ ওয়ার্ডের ড্রেনেজ সমস্যা অন্যতম একটি সমস্যা। অধিকাংশ ড্রেন ময়লা-আবর্জনা আর পলিথিনে ভরে গেছে। অনেক স্থানে স্লাব নেই। তবে এসব সমস্যা ছাপিয়ে এ ওয়ার্ডের প্রধান সমস্যা হচ্ছে  বিহারি ক্যাম্প ঘিরেই গড়ে উঠা অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্য। মাদক বেচাকেনা নিয়ে মাঝেমধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। জেনেভা ক্যাম্পের চারপাশে আবাসিক এলাকা। ক্যাম্পের এ মাদক ব্যবসা নিয়ে স্থানীয় বাসিন্দারা সব সময় আতঙ্কে থাকেন। ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান বলেন, ‘আমার এই ওয়ার্ডের প্রধান এবং একমাত্র সমস্যা জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সহযোগিতায় এখানে মাদকের ব্যবসা হয়।’ তবে এ ব্যবসা আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

সর্বশেষ খবর