রাজধানীর শাহ আলীতে বিশ বছর বয়সী গার্মেন্ট কর্মীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুবেল, রনি ও বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, গ্রেফতারকৃত তিনজনই ধর্ষণের কথা স্বীকার করেছে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগী স্থানীয় একটি গামের্েন্ট চাকরি করেন। শনিবার রাতে তিনি কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় স্থানীয় বখাটে রুবেলসহ অন্যরা তাকে ধরে গোদারাঘাটে একটি রিকশার গ্যারেজে নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা ওই তরুণীকে ধর্ষণ করে। এক পর্যায়ে ভুক্তভোগীর চিত্কারে আশপাশের মানুষ ছুটে আসে। ধর্ষকরা তখন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা রুবেলকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে গ্রেফতার করে। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী রনি ও বাবুকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তরুণী বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন।