মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করতে আগামী বৃহস্পতিবার কক্সবাজার যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
পার্টির মহাসচিব ও সফরসঙ্গী এবিএম রুহুল আমিন হাওলাদার গতকাল জানান, আজই তার যাওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী এদিন কক্সবাজারের উখিয়ায় যাওয়ার কারণে তিনি যাবেন না। তিনি বৃহস্পতিবার যাবেন। পরদিন শুক্রবার ঢাকায় ফিরবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন তিনি ছাড়াও প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী।