সিলেটের কোম্পানীগঞ্জে বালু ও পাথর শ্রমিকদের কাছ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার রাত দেড়টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজারস্থ পূর্ব ধলাই কিন্ডারগার্টেন-সংলগ্ন নৌকাঘাট থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে তিনজন নিজেদেরকে সমন্বয়ক হিসেবে দাবি করছে। আটকরা হলেন- আবু সাঈদ রবিন (২২), শাহজাহান আহমদ (১৯), আরিফ হাসান জুবায়ের (২৭), মো. রাজন মিয়া (২৫), দিদার হোসেন (২৫), সেলিম মিয়া (২৫), মো. রফিকুল ইসলাম (২৬), নাসির মিয়া (২৫) ও সোলায়মান (২৭)।
মামলার বাদী নুর আহমদ জানান, বুধবার গভীর রাতে মামলার আসামিরা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বালু ও পাথর শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেন। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।