রংপুর মহানগরীর তাজহাট থানার পার্কের মোড় এলাকা থেকে সাড়ে ১০ কেজি গাঁজা ও ৭৩ বোতল ফেনসিডিলসহ কুড়িগ্রামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর র্যাব-১৩। গত রাতে র্যাব-১৩ রংপুরের সদস্যগণ তাকে গ্রেফতার করে। রংপুর র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট এলাকার পার্কের মোড় মাইক্রোস্ট্যান্ড পার্ক কিচেন বিডি ফাস্ট ফুডের দোকানের সামনে সাতমাথা থেকে মডার্ন রোডগামী পাকা রাস্তার ওপর তল্লাশি করে ১০ কেজি ৫শ গ্রাম গাঁজা ও ৭৩ বোতল ফেনসিডিলসহ কুড়িগ্রামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ি গ্রামের মৃত সেরাপ উদ্দিনের ছেলে ওই ব্যবসায়ী নান্টু মিয়া। পরে তাকে তাজহাট থানায় র্যাব-১৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটক মাদক কারবারি নান্টু মিয়াকে থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব-১৩ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সালমান নুর আলম ঘটনার সত্যতা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ