ভোলা- ৪ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, কোটা আন্দোলন নিয়ে ছাত্র আন্দোলনের একদফার আন্দোলন এখন রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। ছাত্র আন্দোলনের নেপথ্যে বিএনপি জামায়াত শিবির এখন সারাদেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আগামী দিনের উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্তরায় স্বাধীনতা বিরোধী চক্র।
তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌম রক্ষায় দেশকে স্বাধীনতা বিরোধীদল বিএনপি জামায়াত শিবিরের হাত থেকে রক্ষা করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় আবারও শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
রবিবার বিকাল ৫ টায় ভোলার চরফ্যাশন উপজেলায় শহীদ মিনার চত্বরে মিছিল শেষে “ফ্যাসন স্কয়ারে” সমাগত দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
জ্যাকব বলেন, বিএনপি, জামায়াত, শিবিরের আন্দোলন মোকাবেলায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন। যারা দেশব্যাপী ধ্বংসলীলা চালিয়েছে তাদেরকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন রাজপথে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।
বিডি প্রতিদিন/হিমেল