২০২২ সালে সফলভাবে কাতারে বিশ্বকাপ আয়োজিত হওয়ার এক যুগ পর আবার মরুর দেশে বিশ্বকাপ আয়োজিত হবে। ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব। বুধবার একটি ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেয় ফিফা। এরপরই ক্রিস্টিয়ানো রোনালদো মন্তব্য করেন, ২০৩৪ সালের বিশ্বকাপ হবে ‘সর্বকালের সেরা’। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক ভিডিওতে তিনি বলেন, ‘২০৩৪ সালে হবে সর্বকালের সেরা বিশ্বকাপ। অবকাঠামো, স্টেডিয়াম এবং সমর্থকদের জন্য সুবিধাসহ সব কিছুই অসাধারণ। আমি নিশ্চিত, এটি একটি অনন্য অভিজ্ঞতা হবে। সৌদি আরবে ফুটবলের দ্রুত উন্নয়ন আমাকে মুগ্ধ করেছে। ৪৮ দলের অংশগ্রহণে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে, এর মধ্যে ৮টি রাজধানী রিয়াদে। ফিফা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের বিড করার পর এ ঘোষণা এলো। এ ছাড়া ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন মরক্কো, স্পেন ও পর্তুগাল মিলে হবে বলেও জানানো হয়।
এছাড়া ২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের চেহারা। আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে নতুন ১৬টি দল অংশগ্রহণ করবে। ফলে বাড়বে ম্যাচ সংখ্যাও। অর্থ্যাৎ ২০৩৪ ফুটবল বিশ্বকাপেও অংশ নেবে ৪৮টি দল।
এছাড়া বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।