বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিজস্ব ব্যবস্থাপনায় ১৯৮১ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল মাঠে গড়িয়েছিল। প্রেসিডেন্ট গোল্ডকাপ নামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কথা ছিল প্রতিবছর বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়ে এ টুর্নামেন্ট নিয়মিত হবে। তা না হলেও প্রেসিডেন্ট গোল্ডকাপ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। ১৯৮৯ সালে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশ লাল দল চ্যাম্পিয়নও হয়। এর পরও গুরুত্ব মেলেনি এ আসরের। ১৯৯২ সালেই শেষবারের মতো আয়োজন হয়েছিল প্রেসিডেন্ট গোল্ডকাপ। বাফুফের দায়িত্বহীনতার কারণে এমন এক জনপ্রিয় টুর্নামেন্টের বিলুপ্তি ঘটে। ১৯৯২ সালে বাফুফে প্রথমবারের মতো বিটিসির পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক ক্লাব কাপেরও আয়োজন করেছিল। একবার করেই তা শেষ। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ নামকরণে বাফুফে নতুন টুর্নামেন্ট মাঠে নামায়। এ আসরও ছিল অনিয়মিত। চারবার আয়োজন করে বঙ্গবন্ধু গোল্ডকাপের ইতি টানে বাফুফে। প্রেসিডেন্ট বা বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়মিত না হওয়ার পেছনে বাফুফে যুক্তি দেখাত পর্যান্ত সময় অভাব ও অর্থ সংকটের কারণে আয়োজন করা সম্ভব হয়নি। তবে এনিয়ে আছে বিতর্ক। অনেকের মতে, কর্মকর্তাদের খামখেয়ালিপনায় আন্তর্জাতিক আসর মাঠে নামানো সম্ভব হচ্ছে না। ২০০৮ সালে বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার পর কাজী সালাউদ্দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন- এখন থেকে বড় পরিসরেই বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়মিত হবে। সেই প্রতিশ্রুতি তিনি কি রক্ষা করতে পেরেছিলেন? ১৬ বছর চেয়ারে বসে দায়সারাভাবে তিনি এ আসর মাঠে নামান। সালাউদ্দিন যুগের অবসান ঘটিয়ে ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। সিনিয়র সহসভাপতি হয়েছেন ইমরুল হাসান। দুজনই মেধাবী সংগঠক। তাই আলোচনা হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে। বাফুফের নিজস্ব টুর্নামেন্ট যেমন জরুরি, তেমনি ফুটবল উন্নয়নে আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রয়োজনও রয়েছে। কেননা, জাতীয় দল বছরে আর কটা আন্তর্জাতিক ম্যাচ খেলে? বাফুফে নিজস্ব টুর্নামেন্টের আয়োজন করলে ম্যাচ ও মানেরও বিকাশ ঘটত। বাফুফের আগের কমিটি এ ক্ষেত্রে বড্ড উদাসীনতার পরিচয় দিয়েছে। বর্তমান কমিটিও কি একই পথে হাঁটবে? অবশ্য সবেমাত্র দায়িত্ব নিয়েছে। এত দ্রুত আন্তর্জাতিক টুর্নামেন্ট করার ঘোষণা দেওয়া যায় না। বর্তমান প্রেক্ষাপটে প্রেসিডেন্ট গোল্ডকাপই মাঠে নামানো সম্ভব। বাফুফের নির্বাহী কমিটির এক সদস্য বলেছেন, ‘জনপ্রিয় প্রেসিডেন্ট গোল্ডকাপ মাঠে ফেরানো সম্ভব কিনা, তা আমি বৈঠকে তুলব। আশা করি, কমিটি তাতে সাড়া দেবে’।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০১:৫৫, শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
প্রেসিডেন্ট গোল্ডকাপের দেখা মিলবে?
১৯৮৯ সালে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশ লাল দল চ্যাম্পিয়নও হয়। এরপরও গুরুত্ব মেলেনি এ আসরের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর