কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনলাইন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার অফিস প্রধান অ্যাডভোকেট জিএম আশেক উল্লাহ।
আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক আবু সিদ্দিক ওসমানী, সাংগঠনিক সম্পাদক ইসলাম মাহমুদ, উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ ও সেক্রেটারি জসিম আজাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই