গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে গাইবান্ধায় স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন অর রশিদ।
বুধবার সকাল সাড়ে ১০টায় রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে স্থানীয় দৈনিক মাধুকর পত্রিকা অফিসের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার ফাতেমা জান্নাতুল ফেরদৌস সুরভী।
আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. রুপাল মিয়ার সঞ্চালনায় কর্মকর্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আর সাংবাদিকরা হলেন এই চতুর্থ স্তম্ভের পরিচালক। সাংবাদিকরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সমাজের নানা অসংগতি ও দুর্নীতির চিত্র জনসম্মুখে তুলে ধরেন। এতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পরিস্থিতিগত পরিমিতিবোধ বজায় রেখে লেখকস্বত্ব ও কপিরাইট আইন মেনে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।
এসময় সাংবাদিকরা স্থানীয় সংবাদপত্রের উন্নয়নে সরকারের পৃষ্ঠপোষকতা কামনা করেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা।
বিডি প্রতিদিন/এএ