সাপের কামড়ে বরিশালের বানারীপাড়ার বাসিন্দা পুলিশ সদস্য দম্পতির ৬ বছর বয়সী শিশুপুত্র তাহামুল ইসলাম তাজ মারা গেছে। বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত তাজ সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল সিফাত কাজী ও তানজিলা আক্তারের ছেলে। সিফাত ভোলায় এবং তানজিলা ঝালকাঠিতে কর্মরত আছেন।
পরিবার সূত্রে জানা যায়, তাজ তার দাদির সাথে পটুয়াখালীতে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ফুফুর ঘরে সাপের দংশনে সে আহত হয়। তাকে দ্রুত পটুয়াখালী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে মাদারকাঠিতে নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল