সৈয়দপুর থানার আয়োজনে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত উন্মুক্ত এ সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ফইম উদ্দিন এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহিন আকতার, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মুনতাকিম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, পুলিশ অপরাধীর বন্ধু নয়। অপরাধ করলে কোন ছাড় পাবে না। আমরা সবাই মিলে এগিয়ে এলে অপরাধ কর্মকান্ড শুণ্যের কোটায় নিয়ে আসা সম্ভব। ওপেন হাউস ডে শেষে শহরের একটি পুজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার মোর্শেদ আলম।
বিডি প্রতিদিন/এএম