নতুন মহাপরিচালক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীরা। তারা দাবি বাস্তবায়নে সোমবার (আজ) এবং আগামীকাল দুই দিনের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছেন।
কক্সবাজারের রামুতে অবস্থিত ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ক্যাম্পাসে কর্মকর্তা ও কর্মচারীরা নতুন মহাপরিচালক নিয়োগ ঠেকাতে গতকাল এ কর্মসূচি পালন করেন। জানা যায়, গত ৭ অক্টোবর ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে বাংলাদেশ নৌ-বাহিনীর একজন কর্মকর্তাকে পদায়নের প্রস্তাব করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই পদায়নের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত