সোমবার, ৯ মার্চ, ২০১৫ ০০:০০ টা
জানা-অজানা

কৃত্তিবাস ওঝা

সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক কবি। তিনি রাজশাহী জেলার অন্তর্গত প্রেমতলীর কাছে, মতান্তরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গঙ্গাতীরবর্তী ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বনমালী ওঝা এবং পিতামহ মুরারি ওঝা ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। গৃহশিক্ষা শেষ করে মাত্র ১২ বছর বয়সে কৃত্তিবাস জ্ঞানার্জনের উদ্দেশ্যে উত্তরবঙ্গ ভ্রমণ করেন। সেখানে বরেন্দ্রের বিশিষ্ট পণ্ডিতদের কাছে শিক্ষাশেষে রাজপণ্ডিত হওয়ার বাসনায় তিনি গৌড়েশ্বর রাজা গণেশ (১৪১৫-১৮), মতান্তরে সুলতান জালালউদ্দীন মাহমুদ শাহর (১৪১৮-৩১) দরবারে গিয়ে তাকে নানা শ্লোক পাঠ করে শোনান।

গৌড়েশ্বর শ্লোক শুনে মুগ্ধ হন এবং কবিকে বিভিন্ন উপঢৌকনে সম্মানিত করে রামায়ণ রচনা করতে অনুরোধ করেন। তখন বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন। কৃত্তিবাসী রামায়ন ১৮০২-০৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে সর্বপ্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয়। তারপর জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় ১৮৩০-৩৪ সালে দুখণ্ডে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এর পর থেকে অদ্যাবধি রামায়ণের যতগুলো সংস্করণ প্রকাশিত হয়েছে সেগুলোর মধ্যে শ্রীরামপুরের প্রথম সংস্করণের পাঠই সর্বোত্তম বলে মনে করা হয়।

সর্বশেষ খবর