প্রখ্যাত প্রবীণ অভিনেতা সিরাজুল ইসলাম আর নেই। আজ মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর নিকেতনে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। বাদ আছর নিকেতন জামে মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে ।
তার বয়স হয়েছিল ৭৮ বছর। অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বেশ কয়েক বছর শারীরিকভাবে অসুস্থ থাকায় মিডিয়াতে নিয়মিত তার উপস্থিতি চোখে পড়তো না।
প্রায় তিনশ’রও অধিক ছবিতে সিরাজুল ইসলাম অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে ‘নাচঘর’, ‘অনেক দিনের চেনা’, ‘শীত বিকেল’ ,‘বন্ধন’, ‘ভাইয়া’ , ‘রূপবান’, ‘উজালা’, ‘১৩ নং ফেবু ওসত্মাগার লেন’ , ‘নয়নতারা’, ‘আলীবাবা’, ‘চাওয়অ পাওয়া’ , ‘গাজী কালু চম্পাবতী’, ‘নিশি হলো ভোর’, ‘সপ্তডিঙ্গা’, ‘মোমের আলো’, ‘ময়নামতি’, ‘যে আগুনে পুড়ি’, ‘দর্পচূর্ণ’, ‘ জাহা বাজে শাহনাই’, ‘বিনিময়’, ‘ডুমুরের ফুল’ ইত্যাদি। ১৯৮৫ সালে ‘চন্দ্রনাথ’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সিরাজুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ, ২০১৫/ রশিদা