১৯৬৯ সালের ৮ মে মুক্তি পেয়েছিল ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমা। এই সিনেমা মুক্তির সময়ে শহরজুড়ে কী রকম প্রতিক্রিয়া ছিল? একটা সাক্ষাৎকারে প্রযোজক পূর্ণিমা দত্ত সেই সময়ের কথা বলেছেন।
তিনি বলেন, সিনেমাটি মুক্তির সময়ে একটা লড়াই লড়তে হয়েছিল আমাদের। সেই সময়ে একটা দল ছিল, পুরোপুরি রাজনৈতিক দল নয়, যারা আমাদের সিনেমা রিলিজ করতে দিচ্ছিল না। বেশ বড় রকমের ঝামেলা তৈরি হয়ে যায় তাই নিয়ে। তবে উত্তম কুমার, বা কিছু বিশেষ ব্যক্তি বিরোধী গ্রুপে চলে যাওয়ায় শেষ পর্যন্ত সিনেমা ঠিকভাবে মুক্তি পেয়েছিল।
সে আমলেও এমন দলবেঁধে ছবির মুক্তিকে বাধা দেওয়া হতো? এ প্রসঙ্গে পূর্ণিমার বক্তব্য, তখন অনেক ঝামেলা হতো। তবে সেটা ভদ্রভাবে। একটা সীমা অতিক্রম করতেন না কেউই।
লক্ষণীয় সত্যজিত্ রায় যখন এই সিনেমাটি তৈরি করার কথা ভেবেছিলেন, প্রথমেই জটিলতা সৃষ্টি হয়। প্রথমেই গানের রেকর্ডিং হয়ে গিয়েছিল। তবে প্রযোজক পিছিয়ে যান। সেই খবর পেয়েছিলেন রাজ কাপুর। তার মাধ্যমে দত্ত পরিবারের কাছে খবর আসে। তারপর তারা সিনেমাটি প্রযোজনা করার জন্য এগিয়ে আসেন।
মুক্তির ৫৬ বছর পরেও এই সিনেমা বড়পর্দায় দেখতে চান সিনেমাপ্রেমীরা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের ওপেনিং ফিল্ম হিসেবেও একবার দেখানো হয়েছে এই সিনেমা। সেই দিনে হাউজফুল বোর্ড দেখা গেছে। আগামী দিনে কোনো বিশেষ অনুষ্ঠান মাথায় রেখে, বড়পর্দায় এই সিনেমার মুক্তির পরিকল্পনা করা হবে কিনা, সেটা দেখার অপেক্ষা।
বিডি প্রতিদিন/কেএ