'লাইট ক্যামেরা অ্যাকশন' শিরোনামে একটি টেলিছবিতে কাজ করছেন বড় পর্দার অভিনেতা জায়েদ খান। আর এর মাধ্যমেই ছোট পর্দায় অভিষেক হচ্ছে তার। টেলিছবিতে জায়েদ খানের সঙ্গে দেখা যাবে নিপুনকে।
'লাইট ক্যামেরা অ্যাকশন' টেলিছবিটি রচনা ও পরিচালনা করছেন জিয়াউর রহমান জিয়া। ঈদুল আজহায় এটি প্রচারিত হবে। ছোট পর্দার কাজ প্রসঙ্গে জায়েদ খান বলেন, কাজটি আমি বেশ উপভোগ করছি। এখানে আমাকে অ্যাকশন কিছু দৃশ্যে কাজ করতে হচ্ছে। অ্যাকশন দৃশ্যগুলোতে হাতে আগুন, গ্লাসভাঙ্গাসহ অনেক ঝুঁকিপূর্ণ দৃশ্যে শট দিতে হয়েছে।
মালেক আফসারী পরিচালিত জায়েদ খানের 'অন্তর জ্বালা' ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া 'বাহাদুরি' নামের আরেকটি সিনেমার কাজও হাতে আছে তার। দুটি ছবিতেই জায়েদ খানের নায়িকা পরীমণি।
বিডি প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৭/ফারজানা