ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যায় সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী জড়িত। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
গত মঙ্গলবার একরামুল হত্যার ঘটনায় নিজাম উদ্দিন হাজারীর সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি এই সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে নিজাম হাজারী বলেন, জয়নাল হাজারীকে রিমান্ডে নিলে একরামুল হত্যার পুরো ঘটনা জানা যাবে। তিনি বলেন, একরাম হত্যা নিয়ে সম্পূর্ণ পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, যা ফেনীর রাজনৈতিক স্থিতিশীলতা ও অব্যাহত উন্নয়নকে ব্যাহত করার জন্য সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্র।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।