বাগেরহাটে পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে নিধনের অপরাধে ১০ জেলেকে গ্রেপ্তার করেছে বনরক্ষীরা। রবিবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের দুবলার চর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে দুটি ফিশিং ট্রলার, একটি নৌকা, ১১ বোতল রিফকড কীটনাশক, ৬৫০টি বড়শি, বিষযুক্ত দুই কেজি চিংড়ি মাছ ও মাছ ধরা জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- সিরাজুল, সিকান্দার আলী, ওবায়দুল, ওহাব, শহিদুল, মুহিত, জাহিদুল, আলী হাসান, মাসুম ও আকন।