ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আলফা গলি থেকে সাইদুল হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সাইদুল কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর পূর্ব এলাকার আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গলিতে একটি লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি বলেন, লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছি।