বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের টেকনাফ থেকে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ ও বিজিবি। আটকদের মধ্যে দুজন নারী।
ওসি মাসরুরুল হক জানান, গতকাল ভোরে উপজেলার চিংথোয়াই পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা এবং নগদ ১০ লাখ টাকা জব্দ করা হয়। এ সময় মাচিং ওয়াং মারমা (৮০) এবং উ ছাই য়ে মারমা (১৫) নামে দুই নারীকে আটক করা হয়। এদিকে, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান টেকনাফের নোয়াখালীপাড়ায় লুকিয়ে রাখা হয়েছে বলে সংবাদ পাওয়া যায়। শুক্রবার দিবাগত রাতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ইসমাইল নামে একজনকে আটক করা হয়।