রাজধানীর ইসলামপুরের কাপড় ব্যবসায়ী আ. মান্নান অপহৃত হওয়ার আট ঘন্টার পর রবিবার রাতে তাকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় সাথী (২৬), মানিক (৪৮), ও করিম (৩৫) নামে তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, কাপড় ব্যবসায়ী আ. মান্নানকে শনিবার রাতে কেরানীগঞ্জের কুশিয়ারবাগ শ্বশুর বাড়ী যাওয়ার পথে কদমতলী থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃতের শ্বশুর হালিম অভিযোগ করলে অভিযানে নামে পুলিশ। অপহরনকারীরা মান্নানের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে এবং একটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে। ওই নম্বরের সুত্র ধরেই অপহৃত মান্নানকে উদ্ধার করা হয়।