জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন জোট গঠন করছে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা নিবন্ধিত চারটি ইসলামী দল। এই জোটের নেতৃত্বে থাকবেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। তারা বলছেন, হেফাজতের অনেক দাবি এ জোটেরও দাবি হিসেবে থাকবে। তবে হেফাজতে ইসলামের এ জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। চার ইসলামী দল হচ্ছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুফতি আমিনী প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজোট, শায়খুল হাদিস আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস ও মাওলানা শাহ আতাউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত আন্দোলন। জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সচিব ও হেফাজতে ইসলামের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সাখাওয়াত হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা তো শুরু থেকেই হেফাজতের আন্দোলন করছি, তাই আমরা যখন কোনো রাজনৈতিক জোটের হয়ে কাজ করব তার প্রভাব অবশ্যই পড়বে। হেফাজতকে যারা সমর্থন করে তাদের আশা হেফাজত যা পারেনি তা হয়তো এ জোট করবে। এই প্রত্যাশার জায়গা থেকে আমরা অবশ্যই হেফাজত-অনুরাগীদের একটা সমর্থন পাব।’ তিনি বলেন, ‘হেফাজত অরাজনৈতিক সংগঠন হওয়ায় কোনো জোটে যাওয়ার প্রশ্নই ওঠে না।’ জানা যায়, একাদশ সংসদ নির্বাচনে ৩০-৩৫টি আসনে হেফাজতের শীর্ষ নেতারা নতুন জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগ ও বিএনপি জোটের পক্ষ থেকে বিভিন্ন সময় তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এসব জোটে গেলে সম্মানজনকসংখ্যক আসন ছেড়ে দেওয়ারও আশ্বাস মিলছে। উদ্ভূত পরিস্থিতিতে জোট ও ভোট নিয়ে নানা হিসাব কষছে দলগুলো। ভোটের মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে পৃথক একটি নির্বাচনী জোট গঠনেরও চেষ্টা চালাচ্ছে এসব দল। এমনকি অন্য জোটের শরিক ও বাইরে থাকা ইসলামী দলগুলোকেও সম্ভাব্য জোটে ভেড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের নায়েবে আমির আবদুল লতিফ নেজামী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা একটি ইসলামী রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছি।’ জোটে হেফাজতে ইসলাম থাকবে কিনা জানতে চাইলে বলেন, ‘হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন, তাই আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক জোটে যোগ দেওয়ার সুযোগ তাদের নেই। তবে হেফাজতের শীর্ষ নেতারা এ জোটে থাকবেন তাই এর প্রভাব অবশ্যই পড়বে।’ জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘জোটের বাইরে থাকা ইসলামী দলগুলো ছাড়াও অনিবন্ধিত দল ও সংগঠনগুলো নিয়ে আমরা একটি জোট গঠনের চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের অনানুষ্ঠানিক কয়েকটি বৈঠকও হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে।’ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমরা ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করতে চাই। এতে যারা রাজি হবে, তাদের সঙ্গে জোট হতে পারে। পৃথক একটি ইসলামী জোট করার চিন্তা আমাদেরও আছে।’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল জানান, জোটগত নির্বাচন না হলে এককভাবে তারা শতাধিক আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী জানান, ইসলামী ঐক্যজোটের উদ্যোগে একটি ইসলামী জোট গঠনের চেষ্টা চলছে।
শিরোনাম
- টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
- গিল, সুন্দর ও জাদেজার সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র
- দুই তরুণের গোলে জয় দিয়েই প্রাক মৌসুম প্রস্তুতি শুরু বার্সার
- ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ৫ কোটি রুপির মামলায় জড়ালেন ভারতীয় অলরাউন্ডার
- পুলিশের ঊর্ধ্বতন ২০ কর্মকর্তাকে বদলি
- ছাত্ররা দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছে : মেজর হাফিজ
- মেয়েকে চার বছর ধরে বন্দী, ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতেন বাবা
- নির্বাচন যত বিলম্ব হবে, আধিপত্যবাদী শক্তি ততই ষড়যন্ত্রের জাল বিস্তার করবে : প্রিন্স
- ঘরের মাঠে অনুকূল উইকেটের বদলে চ্যালেঞ্জিং পিচে খেলা জরুরি : নান্নু
- ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে গিল
- চিত্রনায়ক জসিমের ছেলে সংগীত শিল্পী রাতুল আর নেই
- গোপালগঞ্জে চুরির অভিযোগে কারারক্ষী গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ মহিলা লীগ নেত্রী গ্রেফতার
- এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি : সালাহউদ্দিন
- নৈশপ্রহরীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ও হাত-পা বেঁধে ডাকাতি, গ্রেফতার ২
- স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
- মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোষ্য শিক্ষাবৃত্তি পেলেন ১৬৭ জন শিক্ষার্থী
- বগুড়ায় ট্রেনের ধাক্কায় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু
ভিন্ন পরিকল্পনায় চার ইসলামী দল
হেফাজত সমর্থকদের আলাদা জোট
শফিকুল ইসলাম সোহাগ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর