জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন জোট গঠন করছে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা নিবন্ধিত চারটি ইসলামী দল। এই জোটের নেতৃত্বে থাকবেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। তারা বলছেন, হেফাজতের অনেক দাবি এ জোটেরও দাবি হিসেবে থাকবে। তবে হেফাজতে ইসলামের এ জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। চার ইসলামী দল হচ্ছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুফতি আমিনী প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজোট, শায়খুল হাদিস আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস ও মাওলানা শাহ আতাউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত আন্দোলন। জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সচিব ও হেফাজতে ইসলামের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সাখাওয়াত হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা তো শুরু থেকেই হেফাজতের আন্দোলন করছি, তাই আমরা যখন কোনো রাজনৈতিক জোটের হয়ে কাজ করব তার প্রভাব অবশ্যই পড়বে। হেফাজতকে যারা সমর্থন করে তাদের আশা হেফাজত যা পারেনি তা হয়তো এ জোট করবে। এই প্রত্যাশার জায়গা থেকে আমরা অবশ্যই হেফাজত-অনুরাগীদের একটা সমর্থন পাব।’ তিনি বলেন, ‘হেফাজত অরাজনৈতিক সংগঠন হওয়ায় কোনো জোটে যাওয়ার প্রশ্নই ওঠে না।’ জানা যায়, একাদশ সংসদ নির্বাচনে ৩০-৩৫টি আসনে হেফাজতের শীর্ষ নেতারা নতুন জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগ ও বিএনপি জোটের পক্ষ থেকে বিভিন্ন সময় তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এসব জোটে গেলে সম্মানজনকসংখ্যক আসন ছেড়ে দেওয়ারও আশ্বাস মিলছে। উদ্ভূত পরিস্থিতিতে জোট ও ভোট নিয়ে নানা হিসাব কষছে দলগুলো। ভোটের মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে পৃথক একটি নির্বাচনী জোট গঠনেরও চেষ্টা চালাচ্ছে এসব দল। এমনকি অন্য জোটের শরিক ও বাইরে থাকা ইসলামী দলগুলোকেও সম্ভাব্য জোটে ভেড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের নায়েবে আমির আবদুল লতিফ নেজামী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা একটি ইসলামী রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছি।’ জোটে হেফাজতে ইসলাম থাকবে কিনা জানতে চাইলে বলেন, ‘হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন, তাই আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক জোটে যোগ দেওয়ার সুযোগ তাদের নেই। তবে হেফাজতের শীর্ষ নেতারা এ জোটে থাকবেন তাই এর প্রভাব অবশ্যই পড়বে।’ জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘জোটের বাইরে থাকা ইসলামী দলগুলো ছাড়াও অনিবন্ধিত দল ও সংগঠনগুলো নিয়ে আমরা একটি জোট গঠনের চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের অনানুষ্ঠানিক কয়েকটি বৈঠকও হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে।’ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমরা ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করতে চাই। এতে যারা রাজি হবে, তাদের সঙ্গে জোট হতে পারে। পৃথক একটি ইসলামী জোট করার চিন্তা আমাদেরও আছে।’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল জানান, জোটগত নির্বাচন না হলে এককভাবে তারা শতাধিক আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী জানান, ইসলামী ঐক্যজোটের উদ্যোগে একটি ইসলামী জোট গঠনের চেষ্টা চলছে।
শিরোনাম
- তারুণ্যের অগ্রযাত্রায় ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ নিয়ে মতবিনিময় সভা
- চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক
- রংপুরে বিএনপির আয়োজনে ‘সমৃদ্ধ রংপুর’ শীর্ষক পরামর্শক সভা
- সাবেক এমপি বুবলী রিমান্ডে
- স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- যমুনায় পানির অস্বাভাবিক বৃদ্ধি, আতঙ্কে সিরাজগঞ্জের তীরবর্তী জনপদ
- দখল–দূষণে মৃতপ্রায় মনু নদী, হুমকিতে পরিবেশ
- ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
- ট্রাইব্যুনালে অভিযুক্ত হলে এমপি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি
- গাছ কাটাকে কেন্দ্র করে জোড়া খুন, বিচারের দাবিতে মানববন্ধন
- ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেবেন না, শিক্ষার্থীদের ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সিলেটে ট্রেন দুর্ঘটনায় দুইজন বরখাস্ত, তদন্তে দুই কমিটি
- লালমনিরহাটে বন্যার্তদের পাশে ৬১ বিজিবি
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৮২ মামলা
- ভোক্তাপর্যায়ে কমলো এলপিজির দাম
- কুষ্টিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- স্বাস্থ্য সহকারিদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত
- মেহেরপুরে ২ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
- হোয়াইট হাউসে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী
- সিরাজগঞ্জ মহাসড়কে চাঞ্চল্যকর ডাকাতি, দুই আসামি গ্রেফতার
ভিন্ন পরিকল্পনায় চার ইসলামী দল
হেফাজত সমর্থকদের আলাদা জোট
শফিকুল ইসলাম সোহাগ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

তারুণ্যের অগ্রযাত্রায় ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ নিয়ে মতবিনিময় সভা
৩ সেকেন্ড আগে | দেশগ্রাম

ক্যামেরার সামনেই পা ফসকে পড়ে গেলেন পর্বত আরোহী, নির্মম মৃত্যুতে হতবাক নেট দুনিয়া
৪ মিনিট আগে | পাঁচফোড়ন

রাজনৈতিক কর্মী ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জাতীয় নাগরিক জোট’— এর আত্মপ্রকাশ
২১ মিনিট আগে | রাজনীতি