জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন জোট গঠন করছে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা নিবন্ধিত চারটি ইসলামী দল। এই জোটের নেতৃত্বে থাকবেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। তারা বলছেন, হেফাজতের অনেক দাবি এ জোটেরও দাবি হিসেবে থাকবে। তবে হেফাজতে ইসলামের এ জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। চার ইসলামী দল হচ্ছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুফতি আমিনী প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজোট, শায়খুল হাদিস আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস ও মাওলানা শাহ আতাউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত আন্দোলন। জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সচিব ও হেফাজতে ইসলামের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সাখাওয়াত হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা তো শুরু থেকেই হেফাজতের আন্দোলন করছি, তাই আমরা যখন কোনো রাজনৈতিক জোটের হয়ে কাজ করব তার প্রভাব অবশ্যই পড়বে। হেফাজতকে যারা সমর্থন করে তাদের আশা হেফাজত যা পারেনি তা হয়তো এ জোট করবে। এই প্রত্যাশার জায়গা থেকে আমরা অবশ্যই হেফাজত-অনুরাগীদের একটা সমর্থন পাব।’ তিনি বলেন, ‘হেফাজত অরাজনৈতিক সংগঠন হওয়ায় কোনো জোটে যাওয়ার প্রশ্নই ওঠে না।’ জানা যায়, একাদশ সংসদ নির্বাচনে ৩০-৩৫টি আসনে হেফাজতের শীর্ষ নেতারা নতুন জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগ ও বিএনপি জোটের পক্ষ থেকে বিভিন্ন সময় তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এসব জোটে গেলে সম্মানজনকসংখ্যক আসন ছেড়ে দেওয়ারও আশ্বাস মিলছে। উদ্ভূত পরিস্থিতিতে জোট ও ভোট নিয়ে নানা হিসাব কষছে দলগুলো। ভোটের মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে পৃথক একটি নির্বাচনী জোট গঠনেরও চেষ্টা চালাচ্ছে এসব দল। এমনকি অন্য জোটের শরিক ও বাইরে থাকা ইসলামী দলগুলোকেও সম্ভাব্য জোটে ভেড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের নায়েবে আমির আবদুল লতিফ নেজামী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা একটি ইসলামী রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছি।’ জোটে হেফাজতে ইসলাম থাকবে কিনা জানতে চাইলে বলেন, ‘হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন, তাই আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক জোটে যোগ দেওয়ার সুযোগ তাদের নেই। তবে হেফাজতের শীর্ষ নেতারা এ জোটে থাকবেন তাই এর প্রভাব অবশ্যই পড়বে।’ জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘জোটের বাইরে থাকা ইসলামী দলগুলো ছাড়াও অনিবন্ধিত দল ও সংগঠনগুলো নিয়ে আমরা একটি জোট গঠনের চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের অনানুষ্ঠানিক কয়েকটি বৈঠকও হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে।’ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমরা ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করতে চাই। এতে যারা রাজি হবে, তাদের সঙ্গে জোট হতে পারে। পৃথক একটি ইসলামী জোট করার চিন্তা আমাদেরও আছে।’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল জানান, জোটগত নির্বাচন না হলে এককভাবে তারা শতাধিক আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী জানান, ইসলামী ঐক্যজোটের উদ্যোগে একটি ইসলামী জোট গঠনের চেষ্টা চলছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ভিন্ন পরিকল্পনায় চার ইসলামী দল
হেফাজত সমর্থকদের আলাদা জোট
শফিকুল ইসলাম সোহাগ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর