ছোট ভাই মাহমুদুল হাসান রিমনের নতুন মোটরসাইকেলে ঘোরা হলো না সাদিয়া আহমেদ শাহরিনের। সিটি করপোরেশনের গাড়িচাপায় দুজনকে লাশ হতে হয়েছে। রাজধানীর সবুজবাগ থানার বৌদ্ধ মন্দিরের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। বুধবার রাত ১টার দিকে বাসার অদূরে ঘটনাটি ঘটার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। রিমন ও সাদিয়া সম্পর্কে খালাতো ভাই-বোন। দুজনই রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। নিহত রিমনের বাবা মহসিন আলী জানান, বুধবার রাতে তারা মোটরসাইকেলে চেপে কোক কিনতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন। রিমন ধানমন্ডির ড্যাফোডিল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সম্ভুপুরা গ্রামে। এক ভাই ও এক বোনের মধ্যে রিমন বড়। তিনি পরিবারের সঙ্গে কদমতলা বাসাবোর ৫৪/বি নম্বর বাড়িতে থাকতেন। অন্যদিকে শাহরিন নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম শামসুদ্দিন আহমেদ খোকন। ১৭ দক্ষিণ বাসাবো সবুজবাগ তাদের বাড়ি। সবুজবাগ থানার এসআই হাসান জানান, টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলে চেপে বৌদ্ধ মন্দিরের সামনের রাস্তায় এলে সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাদের চাপা দেয়। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল তাদের লাশের ময়নাতদন্ত ঢামেক মর্গে সম্পন্ন হয়েছে।