নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে নির্বাচনি অ্যাপ। যার মাধ্যমে প্রবাসীরা ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে থাকবে ব্যালটও। যেটাতে রাখা হবে ভোট দিতে চান কি না। হ্যাঁ অথবা না এর বিধান। গতকাল আগারগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সানাউল্লাহ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির স্বার্থে ইউএনওদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। কারও পক্ষে কাজ করা যাবে না। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে ‘বাংলাদেশের ইতিহাসে কনসিকোয়েন্সিয়াল নির্বাচন’ হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের পক্ষ থেকে সুযোগ তৈরি হয়েছে সেটি কাজে লাগাতে হবে।