সিলেটে বিজিবির গুলিতে এক যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ১০টার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সুরইঘাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবির দাবি, চোরাইপণ্য বোঝাই পিকআপ আটক করতে গিয়ে চোরাকারবারিরা হামলা চালালে আত্মরক্ষার্থে বাধ্য হয়ে বিজিবি গুলি ছুড়েছে। নিহত আলমাস মিয়া (৩৫) জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজনের দাবি, আলমাস পেশায় কৃষক। কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন। জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে, গতকাল সন্ধ্যার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়।