বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখার অনুদান প্রদান প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সভাপতি মীর মোশারফ হোসেন মোস্তফার সভাপতিত্বে এবং গোল্ডেন সেলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন অঞ্চলের কুয়েত প্রবাসীরা উপস্থিত ছিলেন। সে সময় নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করেন। স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের সময়ে অকল্পনীয় দুর্নীতি এবং নির্যাতিতরা তাদের অভিজ্ঞতার আলোক পাঠ করেন।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা অনুদান সংগ্রহ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফোরামের উপদেষ্টা আলহাজ্ব নুরে আলম ছিদ্দিকী। হাবিবুল হাসান আল-আমিন উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত। মঈন উদ্দিন সরকার সুমন ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান ও সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত, ফোরামের সহ-সভাপতি আলমগীর ভূঁইয়া, আজিজুল ইসলাম সিরাজী, রাকিবুল ইসলাম আপেল, সালাউদ্দিন আহমেদ দুলাল, ফখরুল ইসলাম কায়েস যুগ্ম সম্পাদক, শফিকুল ইসলাম শফিক, হেলাল উদ্দিন, নাজমুল হাসান, আক্তার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত