বিসিবির দায়িত্ব নেওয়ার পর নতুন সভাপতি ফারুক আহমেদ স্পষ্ট করেই জানিয়েছেন, টাইগার কোচ চন্ডিকা হাথুরাসিংহের বিষয়ে তিনি আগের অবস্থানে রয়েছেন। বিসিবি সভাপতির কখনোই মনে হয়নি শ্রীলঙ্কান বংশোদ্ভূত কোচের কাছ থেকে দলের ভালো কিছু পাওয়ার আছে। টাইগার কোচ রাজনৈতিক পটপরিবর্তনের পর জানিয়েছিলেন, তিনিও নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন বোর্ডের সঙ্গে। রাওয়ালপিন্ডিতে আজ শুরু হচ্ছে বাংলাদেশের সিরিজ জয়ের টেস্ট। গতকাল বৃষ্টির জন্য অনুশীলন করতে পারেননি টাইগার ক্রিকেটাররা। সাজঘরে বসে কাটিয়েছেন। মিডিয়ার মুখোমুখি হয়েছেন হাথুরাসিংহে। জাতীয় দলের কোচ হিসেবে ভবিষ্যৎ নিয়ে কথা বলেন মিডিয়ার সঙ্গে। স্পষ্ট করেই বুঝতে পেরেছেন, বিসিবি নতুন কোচ নিয়োগ দেবে। আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত তার মেয়াদ রয়েছে। মিডিয়ার মুখোমুখি নিজের ভবিষ্যৎ নিয়ে হাথুরাসিংহে বলেন, ‘আমি বুঝতে পারছি, নেতৃত্বে নতুন কিছু মুখ এসেছে। তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি। তবে আমি বাংলাদেশে গিয়ে তাদের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি।’ বিসিবি চাইছে হাথুরাসিংহের জায়গায় স্থানীয় কোচ নিয়োগ দিতে। শোনা যাচ্ছে, মোহাম্মদ সালাউদ্দিনের নাম। যিনি একসময় জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানকে হারিয়েছে। আজ শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। যদি জিতে যায়, তাহলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে। হাথুরার কোচিংয়ে এটা হবে বিরাট মাইলফলক। দ্বিতীয় টেস্ট নিয়ে টাইগার কোচ পুরোপুরি প্রস্তুত। দলকে মানসিক, শারীরিকভাবে প্রস্তুতও করেছেন হাথুরাসিংহে, ‘আমার কাজ হলো, দলকে ভালোভাবে প্রস্তুত করা। গত কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সামনের ম্যাচের জন্যও এর ব্যতিক্রম নয়। আমরা একই রকম মনোযোগ রেখেছি।’ নিজের ভবিষ্যৎ অন্ধকার। তারপরও দল মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত বলেন টাইগার কোচ, ‘আমাদের দলের মনস্তাত্ত্বিক অবস্থা বেশ ভালো। অবশ্যই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো সহজ কাজ নয়। তারা অনেক ভালো দল। এখনো আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি। তবে আমাদের ক্রিকেটাররা চনমনে রয়েছেন।’
শিরোনাম
- বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন
- বানিয়াচংয়ে নাইন মার্ডার: দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- মিয়ানমারে সংঘাত: টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
- শুধু একটি নির্বাচনের জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতা রক্ত দেয়নি : মাসুদ সাঈদী
- ছাত্রী হেনস্তার অভিযোগ, ৩৭টি বাস আটকে রাখলো জাবি শিক্ষার্থীরা
- লিভ-টুগেদারে থাকতে পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন, অতঃপর…
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- শিগগিরই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার
- বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০
- সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে শীতবস্ত্র পেল দুই হাজার শীতার্ত
- বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- রাজাকারের কোনও তালিকা মন্ত্রণালয়ে নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- উৎখাতের পর বাশার আল-আসাদের বাবার সমাধিতে অগ্নিসংযোগ
- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা
- দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সেলোনা কোচ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
- বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে : রাষ্ট্রদূত
- তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চসিক মেয়র
- অভিযোগ পেলেই পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে : ডিএমপি কমিশনার
- নোবিপ্রবিতে ইংরেজি ও প্রযুক্তি দক্ষতা বিষয়ক শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধন
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন হাথুরাসিংহে
‘আমি বুঝতে পারছি, নেতৃত্বে নতুন কিছু মুখ এসেছে। তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি। তবে আমি বাংলাদেশে গিয়ে তাদের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি।’
ক্রীড়া প্রতিবেদক
টপিক
এই বিভাগের আরও খবর