তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ফলে ফিল্ডিং করবে বাংলাদেশ।
শনিবার হায়দরাবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হয়েছে দুই দল।
এর আগে, প্রথম দুই টি-টোয়েন্টিতে জয় পায় ভারত। ফলে হোয়াইটওয়াশ এড়াতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের।
আগের ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলি অনিক ও মেহেদী হাসান মিরাজ খেলছেন না। তাদের জায়গায় নিয়েছেন তানজিদ হাসান তামিম ও শেখ মাহেদী হাসান।
বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই