১৮ অক্টোবর, ২০২১ ১৭:২৭

সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথির জন্ম হয়েছে। সোমবার সকালে জেব্রার পালে শাবকটিকে দেখা যায়। দুপুরে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সাফারি পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল ৩১ তে, আর এ বছর জন্ম নেওয়া এটি অষ্টম জেব্রা শাবক।

পার্কের বন্য প্রাণী পরিদর্শক সারোয়ার খান জানান, মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। মা জেব্রাসহ শাবকটি অন্যান্য জেব্রার সঙ্গে বেষ্টনীর বিভিন্ন অংশ ঘুরে বেড়াচ্ছে। মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। জেব্রার প্রধান খাবার ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভূষি দেয়া হচ্ছে। সদ্য জন্ম নেওয়া শাবকটি পুরুষ।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, কর্তৃপক্ষের নিবিড় পরিচর্যায় বর্তমানে সাফারী পার্কে দেশীয় পরিবেশে নানা ধরনের বিদেশি প্রাণী হতে নিয়মিত বাচ্চা পাওয়া যাচ্ছে। এর ধারাবাহিকতায় জেব্রা হতে বাচ্চা পাওয়া গেছে। ধীরে ধীরে সাফারি পার্কটি প্রাণী জন্মের মধ্য দিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় একটা সময় বিদেশ থেকে প্রাণী আমদানির উপর নির্ভরতা কমে আসবে। সাফারী পার্কের বর্তমানে দর্শণার্থীদের অন্যতম বিনোদন জোগায় জেব্রা পরিবার। পার্কের বিশাল আয়তনের চারণভূমিতে জেব্রা দলবেঁধে ঘুরে বেড়ায়। এর মধ্যে এ বছর জেব্রার পালে ৮টি বাচ্চার জন্ম হয়েছে। 
 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর