নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় কৃষক সমাবেশ ও ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বশিরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতশত কৃষকের উপস্থিতিতে এ কৃষক সমাবেশ ও চারা রোপণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ তারেক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বশিরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান, অতিরিক্ত উপ-পরিচালক (কৃষি) মুহাম্মদ জহিরুল হক, মোঃ মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, কৃষি কাজকে আরও এগিয়ে নিতে এই মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে, এতে করে সময় বাঁচবে। কৃষি অফিস থেকে সার, বীজ, চারা রোপণ ও ধান কাটার সরঞ্জাম বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। এই মেশিনের মাধ্যমে সারাদিনে প্রায় ২০ থেকে ২৫ বিঘা জমির চারা রোপণ করা সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তারা বলেন, কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে আমরা কাজ করে যাব। সোনারগাঁয়ে ৩৫ হাজার ৫০০ কৃষক পরিবার রয়েছে। প্রতিটি কৃষককে সরকারি ভাবে সেবা দেওয়া হবে এবং তাদের যেকোনো সমস্যা আমাদের জানালে আমরা উপজেলা কৃষি অফিস থেকে সমাধানের চেষ্টা করবো।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        