কুমিল্লায় নতুন দুইটি ধান ব্রি-১০২ ও ব্রি-১০৮ জাতের ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে।
বুড়িচং উপজেলার উত্তরগ্রামে দুইটি জাতের প্রদর্শনীর উপর মাঠ দিবস এবং নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে ভালো ফলনের বিষয়টি জানানো হয়। রবিবার গ্রামের মাঠে পার্টনার প্রকল্প ও ব্রি-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সূত্র জানায়, নতুন এ দুইটি জাত চলতি বোরো মৌসুমে বুড়িচং উপজেলায় বিভিন্ন ব্লকে এক একর করে ১২০ একর জমিতে প্রদর্শনী স্থাপন করা হয়। এর মধ্যে ৩০ টি প্রদর্শনী উত্তরগ্রাম কৃষকদের প্রদান করা হয়। প্রতিটি জমির ধান ভালো হয়েছে বলে কৃষকরা জানান।
উত্তর গ্রামের কৃষক মির্জা সৈকত, মির্জা মো. ইউসুফ কাজল জানান, প্রায় দুই একর জমিতে ব্রি ধান ১০২ ও ১০৮ চাষ করেন। এসব জমিতে হেক্টর প্রতি ফলন ৮.৭ টন ও ব্রি ধান১০২ এর ফলন হেক্টর প্রতি ফলন ৮.২ টন হয়েছে। তারা উক্ত ফলনে খুব খুশি। পরবর্তী মৌসুমে ব্রি ধান ১০২ ও ব্রি ধান১০৮ আরো বেশি জমিতে চাষ করবেন।
মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আফরিণা আক্তার, ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ। মাঠ দিবসে সভাপতিত্ব করেন ব্রি কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিলা প্রামাণিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রি কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা বিজয়া সাহা। এতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, শতাধিক কৃষক ও উপসহকারি কৃষি কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/হিমেল