শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২৫ বছর পূর্তি ও দুইদিনব্যাপী প্রথম পুনর্মিলনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে আয়োজনের উদ্বোধন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রেজা সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রফেসর ড. কায়কোবাদ, টেলিটক বাংলাদেশের সহকারী ম্যানেজার জাহিদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, দুইদিনব্যাপী এ পুনর্মিলনীতে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, আড্ডা, র্যালি, বৃক্ষরোপণ, খেলাধুলা , সাংষ্কৃতিক অনুষ্ঠান, বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশন গঠন, র্যাফেল ড্র, পুরষ্কার বিতরণী, কনসার্ট ও সমাপনী অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ