চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই কর্মীকে ইয়াবা সহ আটক করেছে পুলিশ। আটক দুই ছাত্রলীগ কর্মী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাটহাজারি ১১ মাইল এলাকা থেকে তাদের আট করা হয়। আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের নাছির উদ্দিন মিশু ও নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নাজমুল হোসেন নকীব। বর্তমানে তারা হাটহাজারী মডেল থানা হাজতে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কী পরিমাণ ইয়াবা পাওয়া গেছে তা এখনো বলা যাচ্ছে না। তবে এখানে একজনের নামে আগের মামলাও আছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর