আবারও স্বাক্ষর জাল করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৮ সদস্য বিশিষ্ট ভুয়া কমিটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রবিবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষর জাল করে একটি ভুয়া কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জাল এই কমিটিতে মোস্তাক মিয়াকে সভাপতি ও ইমরান আহমেদকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যবিশিষ্ট কমিটি দেয়া হয়।
এর আগে গত মঙ্গলবার রাতেও (১ মে) সোহাগ ও জাকিরের জালস্বাক্ষর সম্বলিত ৬ সদস্যবিশিষ্ট একটি ভুয়া কমিটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার সম্পাদক সাইফ বাবু বলেন, এগুলো ভুয়া এবং যারা এই ধরণের কাজ করছে তাদের চিহ্নিত করতে পারলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন