চাকরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে তালা ঝুঁলিয়ে অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মী ও চাকরি প্রত্যাশীরা।
রবিবার দুপুর ২টার দিকে প্রধান ফটকে এ অবরোধ করে তারা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী দুপুর দুইটার বাস আটকা পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের আশ্বাসে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, চাকরিপ্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা রবিবার সকাল থেকে ছাত্রলীগের টেন্টে আসেন। পরে বেলা ১২টার দিকে চাকরির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সাথে সাক্ষাৎ করেন তারা। উপাচার্যের কাছ থেকে কোন আশ্বাস না পেয়ে তারা দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের দুপুর ২টার গাড়ি আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা।
চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা জানান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু অনেক বিভাগে পদ খালি থাকলেও বর্তমান প্রশাসন সেগুলোতে নিয়োগ দিচ্ছে না। এছাড়া ছাত্রলীগের দুর্দিনের সময় ত্যাগী নেতারা ছাত্রলীগ ও আওয়ামীপন্থিদের বিভিন্নভাবে সহাযোগিতা করলেও বর্তমান প্রশাসন তা ভুলে গিয়ে ছাত্রলীগকে বাদ দিয়ে ব্যক্তিগত এজেন্ডা বাস্তাবায়ন করতে কাজ করছে।
এদিকে অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালেয়র প্রক্টর অধ্যাপক ড. মাহবুর রহমান প্রক্টরিয়াল বডিকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসে সমাধান করার আশ্বাস দিলে বেলা আড়াইটার দিকে আবরোধ তুলে নেন তারা।
পরে চাকরির বিষয়ে কোন প্রতিশ্রুতি না পাওয়ায় বিকাল সাড়ে ৪টার দিকে ফের প্রধান ফটক অবরোধ করে চাকরিপ্রত্যাশীরা।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাহবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।’
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৮/মাহবুব