শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সিএসই এলামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।
গত শুক্রবার বিভাগটির ২৫ বছর পূর্তি ও দুইদিনব্যাপী প্রথম পুনর্মিলনী উৎসব শেষে ৪২ সদস্যবিশিষ্ট এ এলামনাই- এর কার্যনিবাহী কমিটি গঠিত হয়।
বিভাগটির প্রথম ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলামকে সভাপতি ও ৮ম ব্যাচের মো. সাইফুল আজিজ শমসেরকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৮/মাহবুব