বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় লাইব্রেরী অডিটোরিয়ামে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন শুভ মারমা। ১টি শূন্য পদ রেখে ১৫ সদস্য বিশিষ্ট ১০ম এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন প্রদীপ দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক কিরণ মারমা, সাংগঠনিক সম্পাদক দাউদ সালমান অন্তর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক ইমন বড়ুয়া, দপ্তর সম্পাদক, শুক্লা চাকমা রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল মুন্না প্রচার সম্পাদক, অং মারমা সদস্য বাবু মারমা, সাদিয়া আক্তার, জনি মং মারমা, রিটন চাকমা। এছাড়া একটি পদ শূন্য রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৮/হিমেল