বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ২৩ জনকে আটক করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে ভাঙচুরের এ ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয়ে অডিটরিয়াম, ভিসির অফিস কক্ষে জানালা ও দরজার কাঁচ এবং ৩টি গাড়ী ভাংচুর করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চত করে জানান, বহিরাগত ও কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভিসির কক্ষ, গাড়ি, জানালা ও দরজার কাঁচ ভাঙচুর করেছে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে এদের মধ্যে ছাত্রলীগের কতজন আছে তা বলা যাচ্ছে না। আটকরা থানা হাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর