ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১ তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। আজ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাবর্তন নিয়ে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এতে উপস্থিত ছিলেন ঢাবির সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইন্সটিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ কার্যলয় প্রধানরা।
এসময় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার উপলক্ষ্যে সভায় একটি নির্বাহী, একটি ব্যবস্থাপনা ও ২৬টি উপ-কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৮/হিমেল