জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া কোটা বাতিলের ঘোষণাকে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ জাবি ইউনিটের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনের স্লোগান ছিল ‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন’।
দ্রুত সময়ের মধ্যে কোটা বাতিলের ঘোষণাকে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি জানিয়ে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণাটি অত্যন্ত সময়োপযোগী। তার এই ঘোষণা ছাত্রসমাজের মাঝে ব্যাপক ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে। কিন্তু সেই ঘোষণাকে প্রজ্ঞাপন আকারে প্রকাশ না করায় বর্তমানে ছাত্রসমাজের মধ্যে হতাশার ছাপ লক্ষ্য করা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৮/মাহবুব