রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. সরকার সুজিত কুমারের নামে উকিল নোটিশ পাঠিয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মর্ত্তুজা খালেদ। ১৫ দিনের মধ্যে জবাব দেওয়া না হলে মানহানি মামলা করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট নোটিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল রাবির ডীন, সিনেট ও সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কলা অনুষদের ডীন ক্যাটাগরিতে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত হলুদ প্যানেল থেকে নির্বাচনে অংশ গ্রহণের জন্য মনোনয়ন দাবি করেন ইতিহাস বিভাগের অধ্যাপক মর্ত্তুজা খালেদ ও বাংলা বিভাগের অধ্যাপক সুজিত কুমার। তবে মনোনায়ন পান অধ্যাপক মর্ত্তুজা খালেদ। তবুও এই প্যানেল থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন অধ্যাপক সুজিত কুমার। কিন্তু একই প্যানেলের দুজন প্রার্থী থাকায় নির্বাচনে অধ্যাপক মর্ত্তুজা খালেদ ও সুজিত কুমার দুজনেই হেরে যান। এছাড়া নির্বাচনের আগে নির্বাচন ও প্রার্থী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন রকম স্ট্যাটাস দেন অধ্যাপক সুজিত কুমার। এ কারণেই উকিল নোটিশ করেছেন অধ্যাপক মর্ত্তুজা খালেদ।
ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ডীন নির্বাচনকে ঘিরে অধ্যাপক মর্ত্তুজা খালেদের নামে অধ্যাপক সুজিত কুমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে অপপ্রচার চালিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এতে দেশে-বিদেশে অধ্যাপক মর্ত্তুজা খালেদের চরমভাবে সুনাম ক্ষুন্ন হয়েছে। তাই আগামী ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে হবে। অন্যথায় ৪৯৯ ও ৫০০ ধারায় অধ্যাপক সুজিত কুমারের নামে মানহানি মামলা করা হবে।
বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক মর্ত্তুজা খালেদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, 'আমার নামে ফেসবুকে যে অপপ্রচার চালানো হয়েছে তার জবাব চেয়ে আমি উকিল নোটিশ করেছি। সঠিক জবাব না পেলে আমি আদালতে মামলা করব।'
উকিল নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক সরকার সুজিত কুমার বলেন, আইনের মাধ্যমেই নোটিশের জবাব দেব।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৮/এনায়েত করিম