কোটা প্রথা বাতিলের ঘোষণা বাস্তবায়ন করে শিগগিরই প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরের পাদদেশে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা র্যালি নিয়ে যেতে চাইলে প্রক্টর, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদেরকে র্যালি করতে নিষেধ করে। পরে তারা আবারও একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৮/এনায়েত করিম