উপাচার্য নিয়োগ, নিজস্ব সিলেবাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা গ্রহণ, পুলিশী হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জামালপুর শহরের দয়াময়ী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বলেন, মেলান্দহের শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজকে গত বছরের নভেম্বরে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করলেও এখন পর্যন্ত শিক্ষা কার্য্যক্রম শুরু হয়নি। ফলে তাদের পরীক্ষাসহ শিক্ষাক্ষেত্রে নানা হয়রানির শিকার হতে হচ্ছে। পরীক্ষা দিতে হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
এঅবস্থায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হল থেকে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের বের করে দিয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
মানববন্ধনে অবিলম্বে উপাচার্য নিয়োগ ও শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানান আন্দোলনকারীরা। অবিলম্বে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার ঘোষণা দেন তারা।
জাহিদ হাসান অনিকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইরফান ফকির, নিশাত মিশেল, স্বাধীন সরকার, সাদিয়া কামাল, আল ফাহাদ। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জেলা শাখার সহ সভাপতি আবু সাঈদ রিফাত, খান সুজন, সাবেক সভাপতি মারুফ আহমেদ খান মানিক, সহ সাধারণ সম্পাদক মাফিকুর মাফি, সুবিনয় রায় তপু প্রমুখ।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/হিমেল