সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
মিছিল থেকে কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রীর যুগান্তকারী ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর ঘোষণার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৮/হিমেল