ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় ক্যাম্পাসের ১৯টি কেন্দ্রে একযোগে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুরু হয়।
প্রসঙ্গত, এ বছর চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার ৪৮০ জন। সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ ১৫০০ জন পরীক্ষার্থীকে আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় অঙ্গন পরীক্ষায় মুখোমুখি হতে হবে।
এর আগে, শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বছরের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হয়।
বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব