দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিমনেসিয়াম থাকলেও শরীরচর্চার জন্য নেই তেমন যন্ত্রপাতি। অপরদিকে ছাত্রীদের জন্য আলাদা ব্যায়ামাগার না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
জানা যায়, হাবিপ্রবিতে ছেলেদের জিমনেসিয়ামে শুধুমাত্র ডাম্বেল ছাড়া অন্য জিনিসগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। এর মধ্যে ১টি এপকিং, ৪টি রানিং মেশিন, ১টি বাইসাইকেল, ২টি ফ্যান ও ৪টি ব্যাডমিন্টন ব্যাট নষ্ট। এছাড়াও সেখানে লাইটিং এর ব্যবস্থা থাকলেও অধিকাংশ লাইট অকেজো।
ব্যায়ামাগারে নিয়মিত যাওয়া আসা করা কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছর হয়ে গেছে তবুও ঠিক হয়নি আমাদের ব্যায়ামাগারটি। ২-১টি যন্ত্রপাতি ছাড়া তেমন কিছু নেই। যেগুলো আছে সেগুলোও অনেকটা অকেজো। তবুও নজর পড়েনি কর্তৃপক্ষের। অপরদিকে কয়েকজন ছাত্রী অভিযোগ করেছেন, শরীর সুস্থ ও ফিট রাখতে ছেলে মেয়ে সবার ব্যায়াম করার প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য ব্যায়ামাগার থাকলেও মেয়েদের জন্য কোন ব্যায়ামাগার নেই।
হাবিপ্রবি’র শারীরিক শিক্ষা শাখার পরিচালক, অধ্যাপক ড. শাহ মইনুর রহমান জানান, বিষয়টি আমাদের মাথায় আছে। ইতোমধ্যে আমরা কিছু যন্ত্রপাতি কেনার প্রস্তাবনা দিয়েছি। আশা করি শিগগিরই ছাত্ররা সেগুলো পেয়ে যাবে।
মেয়েদের ব্যাপারে তিনি বলেন, ৪ বছর আগে মেয়েদের জন্য আলাদা সময়, পার্টিশনের ব্যবস্থা করে কিছুদিন চালানো হয়েছে। দুই/চার জন মেয়ে ছাড়া তেমন কাউকে পাওয়া যায়নি। আর নিরাপত্তা জনিত সমস্যার কারণেও সেটাও পরে চলমান রাখা সম্ভব হয়নি। এরপরেও মেয়েদের কাছ থেকে আমি এ নিয়ে লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে হয়তো সে বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৮/হিমেল